Posts

Showing posts from February, 2025

ব্যবসা বনাম ব্যবস্থাপনা: কোনটি আপনার জন্য সেরা ক্যারিয়ার? (Business or Management: Which Career Path is Right for You?)

  পেশা নির্বাচনের সময় অনেকেই দ্বিধায় পড়ে — ব্যবসা করব নাকি ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ব ? দুটি ক্ষেত্রেরই কিছু সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে। তাই আসুন , দেখে নিই কোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে । ব্যবসা কী ? ব্যবসা   হলো মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য বা সেবা উৎপাদন , ক্রয় - বিক্রয় ও বিতরণের প্রক্রিয়া । একজন ব্যবসায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং বড় মুনাফা অর্জনের সুযোগ পান । ব্যবস্থাপনা কী ? ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠান বা ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া । একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং নির্দিষ্ট বেতন পান । ব্যবসা বনাম ব্যবস্থাপনা : সুবিধা ও চ্যালেঞ্জ   ব্যবসার সুবিধা :   ·   সীমাহীন আয় ও মুনাফার সুযোগ ·   নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ·   নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব   ব্যবসার চ্যালেঞ্জ : ·   ব্যবসায় ঝুঁকি বেশি ·   বড় মূলধনের প্রয়োজন হতে পারে...