"আমরা টাকা জমাই—কিন্তু তারা টাকা বানায় কীভাবে?"
টাকা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
আমরা প্রতিদিন নানা রকম কাজ করি—শিক্ষা, ব্যবসা, চাকরি, সঞ্চয়—সবকিছুর পেছনে মূল উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা।
আর যখন হাতে একটু বাড়তি টাকা আসে, তখন আমরা তা ব্যাংকে জমা রেখে নিরাপদ রাখতে চাই ভবিষ্যতের জন্য।
কিন্তু তখনই আমাদের মাথায় একটা প্রশ্ন আসে –
"আমি তো টাকা জমাই, কিন্তু ব্যাংক কীভাবে সেই টাকায় টাকা বানায়?"
ব্যাংক আমাদের জমা টাকাকে বিশ্রামে রাখে না। বরং তারা সেটি কাজে লাগায়।
তারা সেই টাকাগুলো ঋণ হিসেবে দেয় অন্য গ্রাহককে, যেমন: ব্যবসায়ী বা বাড়ি বানাতে ইচ্ছুক কেউ।
সেই ঋণের ওপর ব্যাংক সুদ( ইন্টারেস্ট) নেয়। আর সেই সুদ থেকেই ব্যাংক আয় করে।
অর্থাৎ,
➤ আমরা ব্যাংকে টাকা রাখি (আমানত হিসেবে)
➤ ব্যাংক সেটি ঋণ দেয়
➤ ঋণ গ্রহীতা সুদ দেয়
➤ব্যাংক লাভ করে
➤ আর আমাদেরও কিছুটা সুদ দেয়।
এভাবেই ব্যাংক টাকাকে ঘুরিয়ে আবার টাকা বানায়!
Comments
Post a Comment