শেয়ারবাজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। বাংলাদেশে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে—ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)। এখানে আধুনিক কম্পিউটারাইজড পদ্ধতিতে শেয়ার ও অন্যান্য আর্থিক সিকিউরিটির লেনদেন হয়।

এই বাজারটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)
কোনো কোম্পানি যদি ব্যবসা সম্প্রসারণ বা নতুন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, তবে তারা ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) এর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপর সাধারণ বিনিয়োগকারীরা সেই কোম্পানির শেয়ার কিনে নিতে পারেন।

শেয়ার কেনা-বেচা মূলত দুইটি পর্যায়ে হয়—
প্রাইমারি মার্কেট: যেখানে প্রথমবার শেয়ার ইস্যু করা হয়।
সেকেন্ডারি মার্কেট: যেখানে বিনিয়োগকারীরা একে অপরের কাছ থেকে শেয়ার কিনে বা বিক্রি করেন।

শেয়ারবাজারে শেয়ারের দাম প্রতিদিন ওঠানামা করে, যা নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর। শেয়ার ছাড়াও এখানে বন্ড, মিউচুয়াল ফান্ড ইত্যাদিরও লেনদেন হয়ে থাকে।

বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করে লভ্যাংশ (ডিভিডেন্ড) ও মূলধনী মুনাফা অর্জন করতে পারেন।

Comments

Popular posts from this blog

ইমাম (Imam)

নূর ( Nur)

ব্যবসা বনাম ব্যবস্থাপনা: কোনটি আপনার জন্য সেরা ক্যারিয়ার? (Business or Management: Which Career Path is Right for You?)